• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২ 


টাঙ্গাইল প্রতিনিধি মে ২৩, ২০২৫, ০৬:৪৩ পিএম
টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কা, নিহত ২ 

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে উপজেলার মুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস মুলিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। 

এসময় ঘটনাস্থলে দুজন মারা যায়। এসময় আহত হয় ১০জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। 

এছাড়া নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 
 
এআর

Wordbridge School
Link copied!