• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভুরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে পুশইন বিএসএফের


কুড়িগ্রাম প্রতিনিধি মে ২৪, ২০২৫, ০৮:৩৩ পিএম
ভুরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে পুশইন বিএসএফের

কুড়িগ্রাম: ভুরুঙ্গামারী সীমান্তে ১২ বাংলাদেশীকে ঠেলে দিয়েছে বিএসএফ। শনিবার (২৪ মে) সকালে সদর ইউনিয়নের ভাসানীর মোড় এলাকা থেকে তাদেরকে আটক করে কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

আটক বাংলাদেশি নাগরীকদের মাঝে ৪জন পুরুষ ৫ নারী ও ৩ জন শিশু কিশোর কিশোরি রয়েছে। তারা দীর্ঘদিন আগে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। 

আটককৃতরা হলেন আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০). আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯),আরজিনা খাতুন (১৬), মনিষা বেগম (২০), আবু ব্ক্কর সিদ্দিক (০৯ মাস),এনামূল হক (৪০), মর্জিনা বেগম (৩০)ইদুল হাসান (১৬)। 

এদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েকদিন আগে তাদেরকে আটক করা হয়। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোন এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। 

সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজবি। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি। শনিবার বিকালে আটককৃতদের থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআর

Wordbridge School
Link copied!