• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে সন্ত্রাসী ইমরান গ্রেপ্তার 


লক্ষ্মীপুর প্রতিনিধি  মে ২৭, ২০২৫, ০৫:৫০ পিএম
লক্ষ্মীপুরে সন্ত্রাসী ইমরান গ্রেপ্তার 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৯ মামলার এজাহারভূক্ত ওয়ারেন্টের আসামি সন্ত্রাসী ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি অনেক দিন থেকেই ইমরানকে গ্রেপ্তার করার অভিযান চলছিল। আজকে চন্দ্রগঞ্জ বাজারের টুইন টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে বিভিন্ন ধারায় ৯টি মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি। 

ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের তাজুল ইসলাম সুমনের ছেলে। ইমরানের বাবার মূল বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাটখিলে। দেওপাড়া তার নানার বাড়ি। সে চন্দ্রগঞ্জের আলোচিত ডাকাত নাছিরের ভাগিনা। 

পুলিশ জানায়, টুইন টাওয়ারের সামনে চাঁদাবাজি করতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ ইমরানকে গ্রেফতারি করে। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, মাদকসহ মোট ৯টি মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও গত ২৮ এপ্রিল নোয়াখালীর ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল হত্যাকাণ্ডেও তার উপস্থিতি সিসিটিভি ফুটেজে দেখা যায় মর্মে তথ্য পাওয়া যায়। 

জানা গেছে, ইমরান গত ৫ আগস্টের পর থেকে চন্দ্রগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। তার কারণে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের মোল্লাবাড়ির সামনের অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তার মামা মাসুদ ও তার বাবা তাজুল ইসলাম সুমনের অত্যাচারেও এলাকাবাসী নিরুপায়। 

এআর

Wordbridge School
Link copied!