• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নোয়াখালীতে বন্যার শঙ্কা, মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত 


নোয়াখালী প্রতিনিধি জুলাই ৮, ২০২৫, ১০:২৪ পিএম
নোয়াখালীতে বন্যার শঙ্কা, মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত 

ঢাকা: প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।

এরই প্রেক্ষিতে জেলার পাঁচ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও পরীক্ষা স্থগিত বুধবার ও বৃহস্পতিবার (৯-১০ জুলাই) পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

জানা গেছে, নোয়াখালীতে ২৪ ঘণ্টার টানা বর্ষণে আবারও পানিতে তলিয়ে গেছে জেলা শহর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। কাঁচা ও আধা-পাকা সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকরা। কোথাও হাঁটু সমান, কোথাও আবার কোমরপানি জমে জনজীবনে সৃষ্টি হয়েছে ভয়াবহ স্থবিরতা। 

তাই নোয়াখালী সদর, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং চলমান অর্ধ-বার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি চার উপজেলায় পরিস্থিতির উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা আনোয়ার হোসেন রিপন বলেন, টানা বৃষ্টিপাতে পুরো জেলার বিভিন্নস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। 

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা মজিবুল হক রনি বলেন, অপরিকল্পিতভাবে খাল ভরাট ও বসতবাড়ি নির্মাণ, রাস্তাঘাটের করুণ অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে বর্ষার পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে স্কুলপড়ুয়া শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন।

শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও পরীক্ষা বুধবার ও বৃহস্পতিবার (৯-১০ জুলাই) পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এআর

Wordbridge School
Link copied!