• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী -৫ আসনে বইছে নির্বাচনী হাওয়া, মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা


রাজশাহী প্রতিনিধি অক্টোবর ৮, ২০২৫, ০৮:৩৭ পিএম
রাজশাহী -৫ আসনে বইছে নির্বাচনী হাওয়া, মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা

ছবি : প্রতিনিধি

রাজশাহী ব্যুরো: নির্বাচন কমিশনের ঘোষণায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। এদিকে নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ শুরু করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশীরা। এরই মধ্যে সামাজিক নানা অনুষ্ঠানে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।

অনেক আগেই এই আসনে জামায়াত একক প্রার্থী ঘোষণা করলেও, মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপিসহ অন্যান্য দলের একাধিক নেতাকর্মী। এর মধ্যে অল্প সময়ের মধ্যেই ভোটারদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার রেজাউল করিম।

ভোটারদের মতে, দুই উপজেলার অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, ঝরে পড়া শিশুদের জন্য কুরআন শিক্ষা চালু, ক্যান্সারে আক্রান্ত বিএনপি কর্মীদের পাশে থাকা, জনদুর্ভোগ কমাতে রাস্তা-ঘাট সংস্কারের উদ্যোগ নেওয়ায় আলোচনায় এসেছেন তিনি।

তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফেরদৌসী ফাউন্ডেশন’ বিনামূল্যে চিকিৎসাসেবা, বেকার যুবকদের কর্মসংস্থান ও অর্থাভাবে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না থাকে-সে লক্ষ্যেই কাজ করছে। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন ব্যারিস্টার রেজাউল। দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের নিহত যুবদল নেতার দুই মেয়ের দায়িত্বও নিয়েছেন তিনি।

আসনটিতে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, শ্রমিকদল নেতা রোকনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল হক শিমুল এবং প্রয়াত সংসদ সদস্য নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা।

অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন জেলা শাখার সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন। তিনি ইতোমধ্যে এলাকায় গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

এসএইচ

Wordbridge School
Link copied!