• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে বাংলাদেশি কিশোরী নিহত


জেলা প্রতিনিধি জানুয়ারি ১১, ২০২৬, ১২:১৭ পিএম
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে বাংলাদেশি কিশোরী নিহত

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের প্রভাব এবার বাংলাদেশ সীমান্তে প্রাণঘাতী রূপ নিল। কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছীব্রিজসংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের তোতারদ্বীপ এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে তীব্র গোলাগুলি চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।

রোববার সকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান আর্মির কয়েকজন সদস্য গুলি ছুড়তে ছুড়তে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় গুলিতে এক শিশু ও এক যুবক আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদ ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা সড়কে নেমে বিক্ষোভ করেন। তারা সীমান্তে নজরদারি জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির হস্তক্ষেপ দাবি করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মিয়ানমার থেকে আসা গুলিতে এক শিশুর নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এম

Wordbridge School
Link copied!