• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গাংনীতে আগুনে পুড়ে গেল এক হাজার মুরগি


মেহেরপুর প্রতিনিধি ডিসেম্বর ১৮, ২০১৭, ০৪:২৫ পিএম
গাংনীতে আগুনে পুড়ে গেল এক হাজার মুরগি

মেহেরপুর: জেলার গাংনী উপজেলার রাজাপুর গ্রামে আগুনে পুড়ে গেছে প্রায় এক হাজার ব্রয়লার মুরগি। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময়ে খামারের পার্শ্ববর্তী বাড়ির একটি ঘর পুড়ে গেছে। সোমবার (১৭ ডিসেম্বর) সকালে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর গ্রামের কালু মিয়ার ছেলে সাইফুল ইসলাম ঋণ করে বাড়ির পাশেই একটি ব্রয়লার খামার করেন। খামারে তার প্রায় এক হাজার মুরগি ছিল। দু’একদিনের মধ্যেই মুরগিগুলো বিক্রির প্রস্তুতি চলছিল। সকালে খামার মালিক মুরগির খাবার দিয়ে বাড়িতে আসার পরেই বৈদ্যুতিক সংযোগ তার থেকে আগুন লেগে যায়।

আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী নিজাম উদ্দীনের বাড়িতে। স্থানীয়রা এগিয়ে গিয়ে পানি ঢেলে আগুন নেভায়। তবে তার আগেই পুড়ে যায় খামার ও মুরগি। শেষ সম্বল হারিয়ে খামারি সাইফুল ইসলাম এখন পাগল প্রায়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!