• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
হাইকোর্টে রিট

অ্যাটর্নি জেনারেলের পদ হারাতে পারেন মাহবুবে আলম


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০২০, ০১:৩৬ পিএম
অ্যাটর্নি জেনারেলের পদ হারাতে পারেন মাহবুবে আলম

ঢাকা : সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক হওয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার পদ হারাতে পারেন। ৭১ বছর বয়সেও পদে বহাল থাকায় এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টে রিটের আর্জিটি করেন এড. অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

রিটের বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে। ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করিবেন।’

‘৯৬(১) অনুচ্ছেদে উল্লেখ করা আছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন।’

এ আইনজীবী আরো বলেন, ‘বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে গেলেও অ্যাটর্নি জেনারেল ৭১ বছর বয়সেও পদে বহাল আছেন। এটা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক। তাই অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!