• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৪৬ বারেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র‌্যাব‍!


আদালত প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০১৭, ০২:১২ পিএম
৪৬ বারেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি র‌্যাব‍!

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যায় বুধবার (৮ ফেব্রুয়ারি) মামলার ধার্য তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেনি র‌্যাব। প্রতিবেদন দাখিল না হওয়ায় এ দিন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম আগামী ২১ মার্চ নতুন তারিখ ধার্য করেন।

এ নিয়ে আদালতে ৪৬ বার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেয়েও তা জমা দিতে পারেনি চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাব।

এর আগে মামলাটিতে গ্রেপ্তার হয়েছেন- নিহত রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের মধ্যে তানভীর জামিনে আছেন।

২০১২ সালের বছর ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি নিজ ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!