• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনসহ রাজধানীতে গ্রেপ্তার ১১


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০২৫, ১২:৪১ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের সাতজনসহ রাজধানীতে গ্রেপ্তার ১১

ফাইল ছবি

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার সাতজন নেতাকর্মীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে তারা রাজধানীতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশও বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী পরিচালিত ওই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে খুশি ওরফে খুকি, অমিত, সাগর, ইসমাইল হোসেন মালেক, মোহাম্মদ আলী, আওয়াল ব্যাপারী, মিশাল, ফয়সাল, রায়হান, ইমরান, মামুন, রাব্বি, নাইম মোল্লা ও মঞ্জিল শরীফ অপু। এ সময় তাদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি। সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!