• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডলারের দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৯, ০১:৪০ পিএম
ডলারের দাম বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

ঢাকা : বাংলাদেশ ব্যাংক সোমবার থেকে প্রতি ডলারের দাম ৫ পয়সা বাড়িয়েছে।  আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে এখন খরচ করতে হবে ৮৪ টাকা ৮০ পয়সা, যা এক বছর আগের তুলনায় দশমিক ৯২ টাকা বেশি।

গত বছর একই সময়ে ডলারের দাম ছিল ৮৩ টাকা ৮৮ পয়সা।  আমদানি দায় শোধ করতে এ হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  এতে টাকার বিপরীতে আরও শক্তিশালী হলো ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, ডলারের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হবেন আমদানিকারক ও সাধারণ ভোক্তারা।  কারণ পণ্য আমদানির ব্যয় বেড়ে যাবে।  বিশেষ করে আমদানি নির্ভর খাদ্যপণ্যের দাম বেড়ে যাবে।  তবে লাভবান হবেন রফতানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে রোববার (১৭ নভেম্বর) এক ডলার ৮৪ টাকা ৭৫ পয়সায় কিনতে পারলেও সোমবার খরচ করতে হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সা।  তবে সাধারণ মানুষ, যারা ভ্রমণ করতে বিদেশ যাচ্ছেন তাদের ডলার কিনতে হচ্ছে ৮৭ টাকার কাছাকাছি দরে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ডলারের দাম বাড়ালে ক্ষতিগ্রস্ত হন আমদানিকারকরা।  অন্যদিকে লাভবান হন রফতানিকারক ও রেমিট্যান্স প্রেরণকরীরা।  ডলারের দাম বাড়লে আমদানি করা পণ্যের দাম বেড়ে যায়।  ফলে মূল্যস্ফীতির ওপর চাপ পড়ে।  পণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়।  স্বল্প আয়ের মানুষ সমস্যায় পড়ে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!