• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সূচকের উত্থানে সপ্তাহ শেষ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২০, ০২:৫৮ পিএম
সূচকের উত্থানে সপ্তাহ শেষ

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক ও লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসই ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে আজ ব্রড ইনডেক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে হয়েছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৮৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৩৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৫টির। 

আজ টাকার অংকে লেনদেন হয়েছে ৭৫৪ কোটি ৯০ লাখ ৫৭ হাজার টাকা। যা আগের দিন বুধবার হয়েছিলো ৬৭১ কোটি ৩ লাখ টাকা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!