• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বাজার মূলধনে দেশের শীর্ষে ১০ কোম্পানি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২১, ০৬:০৯ পিএম
বাজার মূলধনে দেশের শীর্ষে ১০ কোম্পানি

ছবি: সোনালীনিউজ

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানিগুলোর মধ্যে বাজার মূলধনে শীর্ষ অবস্থান রয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন (জিপি)।

বিদায়ী বছর শেষে বহুজাতিক এ কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৪৬ হাজার ৮৬৮ কোটি টাকা। ঢাকার শেয়ারবাজারের মোট মূলধনের ১২ শতাংশ দখল করেছে গ্রামীণফোন। 

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির মোট শেয়ার সংখ্যাকে বর্তমান শেয়ার মূল্যের গুলিতককে বাজার মূলধন বলা হয়।। অর্থাৎ বাজার মূলধন হচ্ছে কোম্পানির মোট দাম/মূল্য। 

বাজার মূলধনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইলেকট্রনিকস খাতের দেশীয় জায়ান্ট কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৪০ কোটি টাকা। 

এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আরেক বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বাংলাদেশ)। ২০২০ এর ডিসেম্বর শেষে কোম্পনিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২১ হাজার ২৫৪ কোটি টাকা। কোম্পানিটির দখলে রয়েছে ডিএসইর মোট বাজার মূলধনের ৫ দশমিক ৫ শতাংশ। 

বাজার মূলধনের চর্তুথ স্থানে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৫৭ কোটি টাকা। যা ঢাকার শেয়ারবাজারের মোট বাজার মূলধনের ৫ শতাংশ। 

এ তালিকায় ৫ম স্থারে রয়েছে সদ্য তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৯ কোটি টাকা। 

তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা বিদ্যুৎ খাতের ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের (ইউপিজিডিসিএল) বাজার মূলধন সদ্য সমাপ্ত বছর শেষে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৬ কোটি টাকা। 

বাজার মূলধনের তালিকায় সপ্তম অবস্থানে থাকা ওষুধ খাতের কোম্পানি রেনেটার সদ্য বছর শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ৮০৫ কোটি টাকা। 

অষ্টম স্থানে থাকা শেয়ারবাজারের তালিকভুক্ত ওষুধ খাতের আরেক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন সদ্য সমাপ্ত বছর শেষে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৮ কোটি টাকা। 

তালিকার নবম স্থানে রয়েছে সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি)। কোম্পানিটিচর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ হাজার ৫৮২ কোটি টাকা। 

তালিকার দশম স্থানে উঠে আসা বহুজাতিক কোম্পানি মেরিকো বাংলাদেশের বাজার মূলধন সমাপ্ত বছর শেষে হয়েছে ৬ হাজার ৭৩৭ কোটি টাকা। 

উল্লেখ্য, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের বাজার মূলধন ২০২০ সালে ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে৷ বছরটিতে ২০১৯ সালের থেকে বৃদ্ধি পেয়েছে ১ লাখ ০৮ হাজার কোটি টাকা। যা শতকরা হিসেবে গত বছরের চেয়ে ৩২ দশমিক ০১ শতাংশ বেশি।

৩০ ডিসেম্বর (বুধবার) ডিএসই’র বাজার মূলধন বেড়ে ৪ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। যা বছরটির সর্বোচ্চ বাজার মূলধন। আর বছরটির সর্বনিম্ন বাজার মূলধন ছিলো ২ লাখ ৮৭ হাজার কোটি টাকা

এর আগে ২০১৯ সালের শেষ কার্যদিবস ৩১ ডিসেম্বর ডিএসই’র বাজার মূলধন ছিলো ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। সেখান থেকে ১ লাখ ০৮ হাজার কোটি টাকা বেড়ে ডিএসইর বাজার মূলধনে ইতিহাস গড়লো করোনা মহামারীর বছরে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!