• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বাজার মূলধন বেড়েছে ১ লাখ ৮ হাজার কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২০, ১০:৩৫ পিএম
বাজার মূলধন বেড়েছে ১ লাখ ৮ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: সমাপ্ত হতে যাওয়া ২০২০ সালে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে৷ বছরটিতে ২০১৯ সালের থেকে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ১ লাখ ০৮ হাজার কোটি টাকা। যা শতকরা হিসেবে গত বছরের চেয়ে ৩২ দশমিক ০১ শতাংশ বেশি।

জানা যায়, ২০২০ সালের শেষ কার্যদিবস ৩০ ডিসেম্বর (বুধবার) ডিএসই’র বাজার মূলধন বেড়ে ৪ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। যা বছরটির সর্বোচ্চ বাজার মূলধন। আর বছরটির সর্বনিম্ন বাজার মূলধন ছিলো ২ লাখ ৮৭ হাজার কোটি টাকা। 

এর আগে ২০১৯ সালের শেষ কার্যদিবস ৩১ ডিসেম্বর ডিএসই’র বাজার মূলধন ছিলো ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।  সেখান থেকে ১ লাখ ০৮ হাজার কোটি টাকা বেড়ে ডিএসইর বাজার মূলধনে ইতিহাস গড়লো করোনার বছর।

এদিকে, ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের বছরের চেয়ে ৯৪৯ দশমিক ১৩ পয়েন্ট বা ২১ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৪০২ দশমিক ০৭ পয়েন্টে উন্নীত হয়েছে। সূচকটি বছরে সর্বোচ্চ সূচক। আর বছরের সর্বনিম্ন সূচক ছিল ৩ হাজার ৬০৩ দশমিক ৯৫ পয়েন্ট।

২০১৩ সালের ২৮ জানুয়ারি ৪ হাজার ৯০ দশমিক ৪৭ পয়েন্ট নিয়ে ডিএসইএক্স সূচকের যাত্রা শুরু হয়। 

এছাড়া, বছরটিতে  ডিএসই ৩০ সূচক (ডিএস৩০) ৪৫০ দশমিক ৬১ পয়েন্ট বা ২৯ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৬৩ দশমিক ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এটি ২০২০ সালে ডিএস৩০ মূল্য সূচকের সর্বোচ্চ পয়েন্ট এবং সর্বনিম্ন ছিল ১ হাজার ২০৩ দশমিক ৪৩ পয়েন্ট। 

২০১৩ সালের ২৮ জানুয়ারি ১ হাজার ৪৭৩ দশমিক ০১ পয়েন্ট নিয়ে ডিএস৩০ সূচকের যাত্রা শুরু হয়।

আর, ২০২০-এ ডিএসইএক্স শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ২৪২ দশমিক ২৮ পয়েন্ট বা ২৪ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ২৪২ দশমিক ১১ পয়েন্টে উন্নীত হয়েছে। ২০২০ সালে ডিএসইএস মূল্য সূচক সর্বোচ্চ ১ হাজার ২৪২ দশমিক ১১ পয়েন্টে উন্নীত হয় এবং সর্বনিম্ন কমে দাঁড়ায় ৮৩৪ দশমিক ৭৮ পয়েন্টে। 

২০১৪ সালের ২০ জানুয়ারি ৯৪১ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে ডিএসইএস সূচকের যাত্রা শুরু হয়।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!