• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কাঁচা মরিচের ‘ডাবল সেঞ্চুরি’  


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি আগস্ট ৭, ২০২১, ০৫:৩৪ পিএম
কাঁচা মরিচের ‘ডাবল সেঞ্চুরি’  

পাবনা : ঈশ্বরদীতে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত তিনদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫০ টাকা। আবার বাজার ভেদে দামের পার্থক্যও দেখা গেছে।

ঈশ্বরদী পৌর,দাশুড়িয়াহাট, জয়নগর, সাহাপুর ও লক্ষ্মীকুন্ডা কাঁচাবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। অথচও গত তিনদিন আগেও প্রতি কেজির দাম ছিল মাত্র ৬০ টাকা।

খুচরা বিক্রেতাদের দাবি কয়েক দিন টানা বৃষ্টির কারণে এখন প্রতিদিনই কাঁচা মরিচের দাম বাড়ছে। বেশি দামে কেনার কারণে বাধ্য হয়ে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের দাবি বৃষ্টির অজুহাতে দাম বেশি নেওয়া হচ্ছে।

শনিবার (৭ আগস্ট) সকালে ঈশ্বরদীর সবচেয়ে ব্যস্ততম দাশুড়িয়া হাটে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৮০-২০০ টাকায়।

দাশুড়িয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল জলিল জানান,ঈদের পর থেকেই টানা বৃষ্টি। যার কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়তে শুরু করেছে। বিশেষ করে গত ৩-৪ দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিতে ৮০-১০০ টাকা বেড়েছে। বাজারারের যে অবস্থা তাতে সামনের দিকে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে কাঁচা মরিচের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস চরমে পৌঁছেছে। দাম বৃদ্ধির কারণে বাজারে প্রতিনিয়ত ক্রেতা-বিক্রেতাদের কথা কটাকাটির ঘটনা ঘটছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!