• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:২৮ পিএম
ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার

ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়নে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-তে কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিক জ্যেষ্ঠ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

আইএফসিতে দায়িত্ব পালনকালে নুজহাত আনোয়ার লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করে সিনিয়র কান্ট্রি অফিসারের দায়িত্ব পালন করেন। কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী রূপান্তরকালীন সময়ে তিনি আইএফসির অ্যাক্টিং ক্লাস্টার ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেন। সে সময় বতসোয়ানার গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং দেশটিতে আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নে অবদান রাখেন। মূলধন ব্যবস্থাপনা, ট্রেজারি ও লিকুইডিটি, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও বাজার উন্নয়ন–সংক্রান্ত বিষয়ে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে।

কর্মজীবনের শুরুর দিকে নুজহাত আনোয়ার প্রায় ১৬ বছর সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন প্রসঙ্গে ডিএসইর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় আমরা সন্তুষ্ট। গত এক বছরে এনআরসি ও পরিচালনা পর্ষদ যোগ্য একজন নেতৃত্ব খুঁজে পেতে আন্তরিকভাবে কাজ করেছে। দেশের পুঁজিবাজার রূপান্তরে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ডিএসইকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই নুজহাত আনোয়ারকে দায়িত্ব গ্রহণের ব্যবস্থা করা হবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!