• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৩৮০ কোম্পানির দরপতনে কমেছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৩৩ পিএম
৩৮০ কোম্পানির দরপতনে কমেছে লেনদেন

ঢাকা: পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে ৩৮০ কোম্পানি শেয়ারদর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৯৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ আট দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৩৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৭৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২ টির, কমেছে ৩০৮ টির। অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৮ টি কোম্পানির বাজারদর।

এএইচ/এসএস

Wordbridge School
Link copied!