• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টানা বন্ধের কবলে ব্যাংক-শেয়ারবাজার


নিজস্ব প্রতিবেদক:  জুলাই ৩, ২০২৫, ০১:২৫ পিএম
টানা বন্ধের কবলে ব্যাংক-শেয়ারবাজার

ঢাকা : সারা দেশে একটানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন। রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় ৩ দিনের বন্ধের কবলে পড়েছে দেশ।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ব্যাংক এবং শেয়ারবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ জুলাই পবিত্র আশুরা। ওইদিন সরকারে ছুটি। এর আগের দুই দিন অর্থাৎ ৪ জুলাই (শুক্রবার) ও ৫ জুলাই (শনিবার) সরকারি কর্মচারীদের নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন। ফলে সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটির কারণে দেশের ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন টানা তিন দিন বন্ধ থাকবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সালের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে, ২৭ জুন (শুক্রবার) থেকে শুরু হয়েছে পবিত্র মহরম মাস। সে অনুযায়ী, ৬ জুলাই (রোববার) পবিত্র আশুরা পালন করা হবে।

টানা তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার (৭ জুলাই) থেকে আগের নিয়মে ব্যাংক এবং শেয়ারবাজারের লেনদেন চলবে।

পিএস

Wordbridge School
Link copied!