• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিএড কোর্সের কলেজসমূহের তালিকা


সোনালীনিউজ ডেস্ক নভেম্বর ২, ২০১৯, ০৮:৫৩ এএম
বিএড কোর্সের কলেজসমূহের তালিকা

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিস্টাব্দের বিএড কোর্সে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ ৩ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions/) এসব কোর্সে ভর্তির প্রাথমিক আবেদন ফরম পাওয়া যাবে।  

মহামান্য হাইকোর্টের রীট মামলা নং ৫০৩৮/২০০৯ হতে উদ্ভূত আপীল নং ৯৯/২০১৪ এবং  কনটেম্প্ট পিটিশন নং ১৫৩/২০১৪ এর রায়ের নির্দেশনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি ২৩ টি বি এড কলেজ থেকে অর্জিত সনদধারি শিক্ষকদের বি এড স্কেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সাক্ষরিত তালিকা থেকে ১৫টির নাম এখানে দেওয়া হলোঃ        

বিএড ভর্তি হবেন যেসব প্রতিষ্ঠানে:

(১) সাতক্ষীরার হাজী ওয়াজেদ আলী টিচার্স কলেজ, ০১৭১২-৯৭৬৬৮৯ (২) মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা, ০১৭৮৬-০৮৮৫৫৫ (৩) হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর, ০১৮১৪-৩৮৫১৯১ (৪) আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা, ০১৯২৩-১০৫৩২৯ (৫) পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর, ০১৭২০-৬২১৭৩৩ (৬) কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, ০১৭১৭৩৮৮৬২৫ (৭) মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, ০১৭১১-৪২৩৫৯২ (৮) জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, ০১৭০-৭৭১৫৪০০ (৯) মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর, ০১৭১৪-৭২৯৬১৩ (১০) বগুড়া বি.এড কলেজ, বগুড়া, ০১৭১১-৩৬৩৫২৮ (১১) দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, ০১৭১২-০৪৪৫৪৫ (১২) কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার, ০১৮১৯-০১৪৫৪৬ (১৩) পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্রগ্রাম, ০১৭১১১৪৬৯২৫ (১৪) ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট, ০১৭১৪-৫৭৩৬০০ (১৫) যশোর টিচার্স ট্রেনিং কলেজ, পালবাড়ী যশোর-০১৭১৬৩১৯৭২৬ ।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!