• ঢাকা
  • বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল হতে পারে আজ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২২, ১১:২৯ এএম
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল হতে পারে আজ

ঢাকা : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে আজ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : বাংলাদেশে এক অভিনেতাকে চড় মারেন নোরা ফাতেহি

সকালে তিনি বলেন, আজ বেলা ১২টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ সংক্রান্ত একটি বৈঠক আছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে কখন ফল প্রকাশ করা হবে। তবে ফলাফল আজ প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে।

জানা গেছে, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল তৈরির কাজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে চূড়ান্ত করা হয়েছে। এটি আজ বৃহস্পতিবার প্রকাশ করতে সকাল থেকে প্রস্তুতি চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ডিপিইর অনেক কর্মকর্তা সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন : ৩৮ বছরের ইতিহাসে লিখা থাকবে চিত্রনায়িকা নিপুণের নাম

জানা গেছে, এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন।

আরও পড়ুন : গলছে বরফ, শাকিবের উপহার পেয়ে আবেগপ্রবণ বুবলী

২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ নিয়োগ পরীক্ষায় মোট আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School