• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রমজানে প্রাথ‌মিক স্কুল খোলা রাখলে বিড়ম্বনায় পড়বেন নারী শিক্ষকরা


মু. মাহবুবর রহমান মার্চ ১৬, ২০২৩, ০১:১০ পিএম
রমজানে প্রাথ‌মিক স্কুল খোলা রাখলে বিড়ম্বনায় পড়বেন নারী শিক্ষকরা

ঢাকা : রমজানে হাইস্কুল, কলেজ ও মাদ্রাসা রমজান মাস বন্ধ থা‌কলেও কোমলম‌তিদের প্রাথ‌মিক বিদ্যালয় ১৬ রমজান পর্যন্ত খোলা রাখা হয়েছে। কোমলম‌তি শিক্ষার্থী ও নারী শিক্ষকদের প্রতি সহম‌র্মিতা জ্ঞাপন করে কর্তৃপক্ষের সদয় হওয়ার জন্য বিনীত নিবেদন কর‌ছি।

রমজানে মাসে অ‌ফিস সময়সূ‌চি সাধারণত সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়ে ৬০% নারী কোটায় নিয়োগ পেয়ে বর্তমানে প্রায় ৮০‌% থেকে ৮৫% নারী শিক্ষকের প‌রিমাণ দাঁড়িয়েছে। নারী শিক্ষক তাদের প‌রিবার ও সংসারের সব‌কিছু সাম‌লিয়ে স্কুলে আসতে হয়।

প্রাথ‌মিক বিদ্যালয়ের নারী শিক্ষক‌রা সংসারে নিজেরাই আয়া-বুয়ার কাজ করেন অ‌ধিকাংশ ক্ষেত্রে।

রমজান মাসে সাড়ে ৩টায় স্কুল ছু‌টি হয়ে দীর্ঘ পথ পে‌রিয়ে বাসায় ফিরতে অনেকের ৪/৫টা বেজে যাবে, সে সময়ে বাসায় ফিরে রোজা রেখে ক্লান্ত শরীরে প‌রিবারের জন্য ইফতার প্রস্তুত করা কষ্টকর হবে।

তাই রমজানের ‌ছু‌টি পুনঃ‌বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ কর‌ছি।

মু. মাহবুবর রহমান,
শিক্ষক ও সমন্বয়ক,
প্রাথ‌মিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!