• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকারি তিতুমীর কলেজে ‘বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ’এর আত্মপ্রকাশ


ক্যাম্পাস প্রতিনিধি মার্চ ১৮, ২০২৩, ১১:০৮ এএম
সরকারি তিতুমীর কলেজে ‘বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ’এর আত্মপ্রকাশ

ঢাকা: রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে 'বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ' নামে সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদর্যাপন অনুষ্ঠানে এককভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণেত মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি।

অনুষ্ঠানে দলীয় নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করে বজ্রকন্ঠ সাংস্কৃতিক সংসদ এর সদসরা।

সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জিয়াদ এবং কলেজ ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আল ইমরান পলাশের সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন। শীগ্রই সাংগঠনিক কাঠামো গঠনের মধ্যে দিয়ে ক্যাম্পাস সংস্কৃতির চর্চাকে আরো বেগবান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!