• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৮:৩৯ পিএম
বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা: শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা, আমাদের নিজেদেরকে জানা। ছেলেবেলা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠা পর্যন্ত প্রতিটি পথ আমাদের জন্য শিক্ষণীয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি এমন, হাতে নিলেই না পড়ে থাকা যায় না। এরকম লেখনি বাংলাদেশের ইতিহাসে বিরল। ‘পড়াশোনার বাইরে যেসব বই পড়া উচিত তার মধ্যে প্রথমেই থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। যেখানে আমাদের ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা, আমাদের নিজেদেরকে জানা। ছেলেবেলা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠা পর্যন্ত প্রতিটি পথ আমাদের জন্য শিক্ষনীয়।’

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক আলেয়া আক্তার, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।

এআর

Wordbridge School
Link copied!