• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:২২ পিএম
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’ অনুষ্ঠিত

ঢাকা: ৮২ থেকে ৮৪ বরণে ৮০ এবং ৮১’- প্রতিপাদ্যকে সামনে রেখে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান ‘ অরুণোদয়’।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৮২,৮৩ ও ৮৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় ৮০ এবং ৮১তম ব্যাচ। নবীনদের বরণে এবং প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

পবিত্র কুরআন,গীতা পাঠ এবংজাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয়।এরপর নবীনবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, এবারের আয়োজনটির বিষয়বস্তু ছিলো ‘বই’।উদ্বোধনের পরই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ৮০-৮১ ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বের অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটিকা পরিবেশন করেন উক্ত বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। মনোমুগ্ধকর এসব পরিবেশনা দেখতে দেখতে ইতি ঘটে প্রথম পর্বের। ক্ষণিকের বিরতি শেষে দ্বিতীয় পর্বে শুরু হয় ব্যান্ড শো। নবীনদের পেছনে সারিতে গানের ছন্দে তাল মিলিয়ে একসাথে নাচে-গানে মেতে ওঠে জ্যেষ্ঠ ছাত্রছাত্রীরা। ভয়কে জয় করে মনে সাহস জুগিয়ে জ্যেষ্ঠদের ভীরে যোগ দেয় নবাগতরাও। আর নবাগতদের স্বাগত জানিয়ে একসাথে মেতে ওঠেন সবাই। পরিশেষে, বিভাগটির ঈদ খ্যাত এই নবীনবরন অনুষ্ঠানটি বিকেল ৫টায় সমাপ্তি ঘটে।

ইউআর

Wordbridge School
Link copied!