ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দিন তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির জন্য ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ গঠনের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’।
জোটের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য, বিভ্রান্তি এবং সাইবার বুলিং বেড়েছে। বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে ভুয়া পোস্ট ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনের দিনই প্রশাসন ও প্রতিটি প্যানেলের প্রতিনিধির সমন্বয়ে একটি বিশেষ টিম থাকা প্রয়োজন। এতে অভিযোগগুলো দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ অক্টোবর ৩৬ বছর পর চাকসু ও হল সংসদ নির্বাচনের আয়োজন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
এসএইচ







































