• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বেরোবিতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত


রংপুর ব্যরো মার্চ ১৪, ২০১৮, ০৭:৩৫ পিএম
বেরোবিতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত

রংপুর: ‘সবুজ বাহন, স্বচ্ছ তটিনী’ -স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় রিভারাইন পিপল এর আয়োজনে একটি সাইকেল-শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্ত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বাহিরে পার্কের মোড় আশরতপুর সিদ্দিক মেমোরিয়ার স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে নদী বিষয়ক সচেতনতামূলক আলোচনার পর নগরীর ঘাঘট নদের পাশে গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে এ কর্মসূচিতে সমন্বয় ও সঞ্চালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক উমর ফারুক।

এতে আরো অংশ নেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আশান-উজ-জামান, সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফেরদৌস আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!