• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিয়ের প্রস্তাব নিয়ে নায়িকা পপিকে খুঁজছেন সেই যুবক


বিনোদন ডেস্ক জানুয়ারি ২৭, ২০২১, ০৬:৫৭ পিএম
বিয়ের প্রস্তাব নিয়ে নায়িকা পপিকে খুঁজছেন সেই যুবক

সংগৃহীত

ঢাকা : চিত্রনায়িকা পপিকে বিয়ের প্রস্তাব দিয়ে বাসার ঠিকানা খুঁজছেন জিকো। বুধবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে এমনটায় জানান তিনি। শুধু বিয়েই নয়, তাকে সংসদ সদস্য বানানোর আশ্বাসও দিয়েছেন জিকো নামের ওই যুবক। 

তার পুরো নাম মো. মহাসিন সরকার (জিকো)। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মোহনপুরে তার বাড়ি। তিন বছর ধরে পপিকে পছন্দ করেন জিকো। এখন বিয়ে করতে চাইছেন। 

জিকো জানান, ১৫-২০ দিন আগে পপিকে খুঁজতে তার গ্রামের বাড়ি খুলনায় গিয়েছিলেন জিকো। সঙ্গে তার তিন বন্ধু ছিলেন। সেখানে তিনদিন থেকে হন্যে হয়ে খুঁজেছেন পপিকে। খোঁজ নিয়ে জানতে পারেন, পপি তার মায়ের সঙ্গে ঢাকায় থাকছেন।

পপির বাসার ঠিকানা নিয়ে কী করবেন এ প্রশ্নের উত্তরে জিকো বলেন, বিয়ের প্রস্তাব দেব। পপির জন্য আমি বিয়ে করিনি। আমার বয়স ৩৬-৩৭ হবে। আর পপিরও ৪০-৪১ হয়ে গেছে। পপি তো শেষ বয়সে চলে আসছে। তাই আমি ওকে বিয়ে করতে চাই।

যদি পপি বিয়েতে রাজি না হয় তাহলে কী করবেন জানতে চাইলে জিকো বলেন, সেটা আমার ব্যাপার।

এর আগে পপি বিয়ে করতে রাজি হলে পপিকে নিয়ে কোথায় থাকবেন এমন প্রশ্নের উত্তরে জিকো জানিয়েছিলেন, বগুড়া থাকব, ঢাকায়ও থাকব। পপি যেখানে থাকতে রাজি হয় সেখানেই থাকব।

চিঠিতে জিকো লিখেছিলেন, আমি তোমাকে বিয়ে করব। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আমি বিএনপি দল করি, আমার অনেক ক্ষমতা। আমি তোমাকে বিএনপি থেকে এমপি বানাব। তুমি এমপি হয়ে সংসদে যাবে।

এদিকে চিঠিতে নিজের ফোন নাম্বার পাঠিয়েছেন জিকো। তিনি পপির সম্মতির অপেক্ষায় আছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!