• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিএনপির নতুন কমিটিতে একঝাঁক তারকা


বিনোদন প্রতিবেদক আগস্ট ৭, ২০১৬, ০৩:১৬ পিএম
বিএনপির নতুন কমিটিতে একঝাঁক তারকা

বিএনপি সম্প্রতি জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটিতে নবীন-প্রবীণ অনেক নেতাকে স্থান দিয়ে চমক সৃষ্টি করা হয়েছে। সেই চমকের ভিড়ে নাম লিখিয়েছেন শোবিজের নানা অঙ্গনের জনপ্রিয় একঝাঁক তারকাও। 

তালিকায় চিত্রনায়িকা ও চিত্রনায়ক থেকে শুরু করে আছেন গায়ক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী। নতুন কমিটির তালিকায় দেখা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দলে জায়গা পেয়েছেন বরণ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকার ও সুরকার। বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। সেই অভিজ্ঞতার হাত ধরেই দলটিতে এমন সম্মানীয় পদে আসীন হলেন গাজী মাজহারুল আনোয়ার। 

একইভাবে দলের গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন চলচ্চিত্রের ‘মারকুটে’ অভিনেতা হিসেবে খ্যাত উজ্জ্বল। দলে তিনি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল নামে পরিচিত। তাকে বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। আর সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক করা হয়েছে কণ্ঠশিল্পী মনির খানকে। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বাংলা গানের ভুবনে ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত বেবী নাজনীন। তারই স্বীকৃতি পেলেন এবারে দলটির নির্বাহী কমিটিতে সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়ে। 

এছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা শাহারিয়া ইসলাম শায়লা, খল অভিনেত্রী রিনা খান, শামসুদ্দিন দিদার, অভিনেতা হেলাল খান, অভিনেতা বাবুল আহমেদ, জাহাঙ্গীর শিকদার, সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন ভূইয়া শিশির এবং ওবায়দুর রহমান চন্দন।

খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দলে জায়গা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ তিনি আমার উপর আস্থা রেখেছেন বলে। আমি মনে প্রাণে একজন বাংলাদেশি। তারপর আমি একজন সাংস্কৃতিক অঙ্গনের লোক। বাংলাদেশকে সুস্থ ধারার সংস্কৃতি উপহার দিতে চাই। কেননা, অপসংস্কৃতি দেশকে বিপথে ঠেলে দেয়। আর তার ফল জাতির জন্য ভয়াবহ। তাই বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা মাথায় নিয়ে নিজের কাজটুকু করে যেতে চাই। সবার দেয়া চাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। এবং আমার কাছে সকলের যা প্রত্যাশা তা যেন পূরণ করতে পারি।’

চলচ্চিত্র অভিনেতা উজ্জ্বল বলেন, ‘খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাই আমাকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলটির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়ার জন্য। আজীবন নিজেকে শিল্প-সংস্কৃতির সঙ্গে নিবেদিত রেখেছি। সেই অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো বিএনপি ও দেশ-জাতির সংস্কৃতির সুষ্ঠু বিকাশে জাতীয়ভাবে অবদান রাখতে। আমি এবং আমাদের দল- সবারই লক্ষ অসাম্প্রদায়িক সুন্দর বাংলাদেশ।’

কণ্ঠতারকা মনির খান বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো মানুষ ও সমাজের জন্য কিছু করবো। সেই ইচ্ছে পূরণ করতে গেলে একটি প্লাটফর্ম প্রয়োজন হয়। বিএনপি আমার সেই স্বপ্নের সারথি। এই দলটির রাজনীতি ও আদর্শের সঙ্গে আমার অন্তর মিশে আছে। এখানে আমি অনেক কিছু শিখেছি ও পেয়েছি। আমিও চেষ্টা করেছি দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার। অবশেষে আজ যে দায়িত্ব পেয়েছি তাতে করে অনেক বেশি অনুপ্রাণিত আমি। আমাকে এই পদে বাছাই করার জন্য চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ। নতুন কমিটি খুবই ভালো হয়েছে। আমার বিশ্বাস, সব দুঃসময়কে আমরা কাটিয়ে উঠতে পারবো।’

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!