• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কিং খানের রহস্যময় আমেরিকা যাত্রা, হলিউডে কাজের জল্পনা তুঙ্গে


বিনোদন প্রতিবেদক জুলাই ১৪, ২০২৫, ০৫:৩৪ পিএম
কিং খানের রহস্যময় আমেরিকা যাত্রা, হলিউডে কাজের জল্পনা তুঙ্গে

ঢাকা: ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ গত ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পেয়েছে। এ সিনেমাটি দেশব্যাপী সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এবার 'তাণ্ডব' সিনেমাটির যাত্রা শুরু হলো বিশ্বব্যাপী।

ইতোমধ্যে রায়হান রাফীর পরিচালনায় এই অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গত ১১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টির বেশি শহরের থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমা 'তাণ্ডব'।

এবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়লেন শাকিব খান। গত শনিবার (১২ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বিমানে ওঠেন অভিনেতা। আর সেই বিমানের ভেতর থেকেই নিজের একটি ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন— ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’

ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট, চোখে সানগ্লাস ও মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ পরে বিমানের জানালার পাশে বসে আছেন কিং শাকিব খান। যদিও পোস্টে তিনি নির্দিষ্ট করে বলেননি কেন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তবে ধারণা করা যাচ্ছে— ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার উপলক্ষে দর্শকদের সঙ্গে ছবি দেখতেই হয়তো এ সফর অভিনেতার।

এদিকে শাকিবভক্তদের ধারণা—হলিউডে কাজ করবেন শাকিব। এর আগে এমন কথা শোনা গিয়েছিল। সেই সময় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর বাংলাদেশের একটি গণমাধ্যমে বলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড ছবি নির্মাণ করতে চান তিনি। স্ক্রিপ্ট রাইটিংয়ের কাজ চলছে। শাকিব খান যুক্তরাষ্ট্রে এলেই চূড়ান্ত হবে সবকিছু।

ফলে শাকিবের এ সফর ঘিরে হলিউড সিনেমায় কাজের জল্পনা আরও জোরালো হলো।

উল্লেখ্য, আসন্ন প্রজেক্ট নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যেতে পারে শাকিব খানকে।
 

ইউআর

Wordbridge School
Link copied!