• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা, নাম হবে ‘তেজ’


নিউজ ডেস্ক জুলাই ৬, ২০২৩, ০২:৫৪ পিএম
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির শঙ্কা, নাম হবে ‘তেজ’

ঢাকা: এ মাসের মধ্যেই আবারও একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। ইতোমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন ভারতের আবহাওয়াবিদরা। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা হলে এর নাম হবে ‘তেজ’। ভারতের দুই রাজ্যে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন তারা। 

ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আগামী পাঁচ দিন এই জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে।

কেবল অন্ধ্রপ্রদেশই নয়, ঊড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতেও একটানা বৃষ্টিপাত হবে। ঊড়িষ্যার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে।

ইতোমধ্যে ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ঊড়িষ্যার আট জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আছড়ে পড়ে ভারতের গুজরাট উপকূলে। তবে আগাম ব্যাপক সতর্কতা গ্রহণ করায় এর ক্ষতি থেকে অনেকটাই মুক্তি পায় ভারত। বাংলাদেশে ঝড়টির সরাসরি কোনো প্রভাব পড়েনি।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!