• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

স্বস্তির বৃষ্টিতে সড়ক ভিজলেও মন ভিজেনি!


নিজস্ব প্রতিবেদক জুন ১৪, ২০২৫, ০২:০৭ পিএম
স্বস্তির বৃষ্টিতে সড়ক ভিজলেও মন ভিজেনি!

ঢাকা: কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাকাল রাজধানীবাসী। তাপমাত্রা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে ভুগতে হয়েছে। অবশেষে শনিবার (১৪ জুন) দুপুরে সামান্য বৃষ্টিতে নগরবাসী কিছুটা স্বস্তি পেয়েছে। তবে যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে সড়ক ভিজলেও মন ভিজেনি মানুষের।

সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। তবে ভ্যাপসা গরমে ছিল নাভিশ্বাস অবস্থা। দুপুর ১২টার পর থেকে কালো মেঘ জমে আকাশে। দুপুর ১টার পর থেকে শুরু হয় বৃষ্টি।

রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখন কম সক্রিয়। ফলে এই বৃষ্টি বেশিক্ষণ দীর্ঘ নাও হতে পারে।

আইএ

Wordbridge School
Link copied!