• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির


নিউজ ডেস্ক জানুয়ারি ৩, ২০২৩, ০৪:৫৫ পিএম
সরকারি লাখ লাখ পদ খালি, সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির

ঢাকা: দেশের শিক্ষিত বেকারদের জন্য আশার খবর। এ বছর নতুন নিয়োগ বাড়তে পারে। সরকারের এক প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। তবে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় শ্রেণির চাকরিতে। মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পরিসংখ্যান ২০২১–এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এ প্রতিবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা প্রতিবছর এই প্রতিবেদন তৈরি করি। এ জন্য আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি প্রতিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরে যোগাযোগ করে এসব শূন্য পদের তালিকা বের করে। কেবল যে শূন্য পদের তালিকা করে তাই নয়, কর্মরত ব্যক্তিদেরও তালিকা প্রকাশ করা হয়।’

প্রতিবেদন অনুসারে, সরকারি চাকরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে প্রথম শ্রেণির পদ খালি আছে ৪৩ হাজার ৩৩৬টি। সবচেয়ে বেশি তৃতীয় শ্রেণির পদ। এতে ১ লাখ ৫১ হাজার ৫৩৮টি পদ খালি। এরপর পদ খালি রয়েছে চতুর্থ শ্রেণিতে। এখানে ১ লাখ ২২ হাজার ৬৮০টি পদ খালি। দ্বিতীয় শ্রেণিতে খালি আছে ৪০ হাজার ৫৬১টি পদ। মোট ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ খালি রয়েছে।

সূত্র-প্রথম আলো

সোনালনিউজ/আইএ

Wordbridge School
Link copied!