ঢাকা: এই বয়সে খেলার সাথীদের সঙ্গে হই-হুল্লোড়ে মেতে থাকার কথা তার। কিন্তু তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। হাসপাতালের বিছানায় দিন যাপন করছে ছোট্ট শিশু রামিশা।
১১ বছরের রামিশা ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। কমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা। জরুরি ভিত্তিতে তার একাধিক ব্যাগ এবি (+) রক্তের প্রয়োজন। কোনো সহৃদয়বান ব্যক্তি চাইলে রামিশার জন্য এগিয়ে আসতে পারেন।
রাজধানীর মধ্যবাড্ডার নভেশন মডেল স্কুলের শিক্ষার্থী রামিশার বাবা একজন বেসরকারি চাকরিজীবী। মা গৃহিনী। তাদের বাড়ি দিনাজপুর।
রক্ত দিতে চাইলে যোগাযোগ করুন ০১৭৭৭৫৪৬১৬০ বা ০১৭১০৮৪৭৫০০ এই নম্বরে।
সোনালীনিউজ/এআর







































