• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


সংবাদ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৩:০৪ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হাকীম সাইফউদ্দিন মুরাদ।

এসময় বক্তারা বলেন, ‘সালাম, বরকত, রফিক, জব্বারের রক্তস্নাদ একুশে ফেব্রুয়ারির চেতনা হলো অধিকার রক্ষায় দৃঢ় ভাবে এগিয়ে যাওয়া। সেই চেতনার সূত্র ধরেই আসে মুক্তিযুদ্ধ। ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে হামদর্দ বাংলাদেশ মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। হামদর্দের কল্যাণে দেশের অসংখ্য মানুষ আজ সেবা ও সহমর্মিতা পাচ্ছে।’

রাজধানীর বাংলামোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক। এছাড়াও উপিস্থত ছিলেন হামদর্দের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।

আইএ

Wordbridge School
Link copied!