• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেল ১৮ জনের


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৫, ২০২০, ০৫:০২ পিএম
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেল ১৮ জনের

ঢাকা : ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে তুরস্কের পূর্বাঞ্চল। এতে ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক লোক।

শুক্রবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে দেশটির পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শক্তিশালী এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির ইলাজিগ প্রদেশের সিভিরিস শহর।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি ভূকম্পণ হয়েছে। ভূমিকম্প কবলিত ইলাজিগ প্রদেশের সিভিরিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

এদিকে মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।

ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, তা প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেও অনুভূত হয়েছে। তবে ওই তিন দেশে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের সেদেশের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ নিহত হয়েছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!