• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

করোনার দুর্বল হওয়ার প্রমাণ মেলেনি


আন্তর্জাতিক ডেস্ক জুন ৩, ২০২০, ০৫:৪৪ পিএম
করোনার দুর্বল হওয়ার প্রমাণ মেলেনি

ছবি: ইন্টারনেট

ঢাকা: প্রাণঘাতী করোনার আতঙ্কের মধ্যেই সুখবর দিয়েছিলেন ইতালির এক চিকিৎসক। তিনি দাবি করে বলেন, করোনা আগের মতো আর শক্তিশালী নেই। দিন দিন এ ভাইরাস শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে।

এ বিষয়ে ৩১ মে আলবার্তো জ্যাংরিলো নামে ইতালির ওই প্রবীণ চিকিৎসক বলেন, করোনাভাইরাস তার শক্তি হারাচ্ছে এবং এটি এখন কম প্রাণঘাতী হয়ে উঠছে।

মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালের এ চিকিৎসক বলেছিলেন, এক বা দু'মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এ ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এ ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।

কিন্তু তার এ বক্তেব্যের পর সোমবার পাল্টা ব্যাখ্যা দিয়েছে ডব্লিউএইচও। এই সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, জাংরিলোর বক্তব্যের কোনও বিজ্ঞানভিত্তিক জোরালো প্রমাণ নেই। ৩৫ হাজারেরও বেশি ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!