• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলায় আহত ২০৫


আন্তর্জাতিক ডেস্ক মে ৮, ২০২১, ১১:১৫ এএম
আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলায় আহত ২০৫

ছবি : ইন্টারনেট

ঢাকা : জেরুজালেমে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইহুদিদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৭ মে) জুমাতুল বিদার দিনে জেরুজালেমে চরমে পৌঁছায় উত্তেজনা। 

এদিন আল-আকসা মসজিদ এবং অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০৫ জনের বেশি মুসল্লি আহত হয়েছেন। এরমধ্যে শতাধিক সংখ্যককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এদিন জুমাতুল বিদা উপলক্ষ্যে হাজার হাজার মুসল্লি আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসেন। অনেকেই আবার বিক্ষোভে অংশ নেয়ার জন্য মসজিদে অবস্থান করেন। ইসরায়েলি দখলদাররা যেসব ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ করছে তাদের সমর্থনে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ করতে থাকেন তারা।

আল-আকসায় নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের তাড়িয়ে দিতে চাইলে প্রথমে ইহুদি সেটেলারদের সঙ্গে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ শুরু হয় ফিলিস্তিনিদের।

এর পর ইহুদিদের পক্ষ নিয়ে ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলের নিরাপত্তাবাহিনী।   

ফিল্ড হাসপাতাল তৈরি করে আহত ফিলিস্তিনিদের সেখানে চিকিৎসা দিচ্ছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহত ও গুলিবিদ্ধ ৮৮ জন ফিলিস্তিনিকে জেরুজালেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!