• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মদিনাতে আত্মঘাতি বোমা হামলা


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৫, ২০১৬, ০৮:৪৬ পিএম
মদিনাতে আত্মঘাতি বোমা হামলা

সৌদি আরবের মদিনা শহরে মসজিদে নববির খুব কাছে এক আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এলাকাটি মুসলমানের কাছে খুবই পবিত্র এলাকা বলে পরিচিত।

বিবিসির খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যায়নি। মক্কার পরে মদিনাই মুসলমানদের কাছে দ্বিতীয় পবিত্র জায়গা। মদিনাইতে মুসলমানদের নবী মোহাম্মদ (সা:)-কে দাফন করা হয়েছে। এর আগে সোমবার সন্ধায় কাতিফ শহরেও এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কাতিফে শিয়ারা সংখ্যালঘু হিসেবে বসবাস করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিয়া মসজিদের খুব কাছে একজন হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। তাছাড়া স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন দূতাবাসের সামনে আরেকটি আত্মঘাতি বোমা হামলা করা হলে দুইজন নিরাপত্তা রক্ষী আহত হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি গাড়িতে আগুন জ্বলছে। ধারণা করা হচ্ছে গাড়িটি পার্ক করাই ছিল। গাড়ির পাশেই দুইজন নিরাপত্তা বাহিনীর সদস্যকে পড়ে থাকতে দেখা গেছে।

সৌদিতে শতকরা ১৫ শতাংশ শিয়া মুসলমান বসবাস করে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!