• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যুদ্ধবিরতি শেষে গাজায় আরও শক্তিশালী অভিযান চালাবে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৮, ২০২৩, ০৩:৩৮ পিএম
যুদ্ধবিরতি শেষে গাজায় আরও শক্তিশালী অভিযান চালাবে ইসরায়েল

ঢাকা : গাজায় সাময়িক যুদ্ধ বিরতি শেষ হয়ে গেলে ইসরায়েলি সেনাবাহিনী পুরো গাজা উপত্যকায় আরও শক্তির সাথে তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

সোমবার (২৭ নভেম্বর) ইসরায়েলি সৈন্যদের সাথে এক বৈঠকে এ মন্তব্য করেন গ্যালান্ট।

টাইমস অব ইসরায়েলের বরাতে মঙ্গলবার এ খবর জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ইসরায়েলি সৈন্যদের সাথে বৈঠকের সময় গ্যালান্ট বলেন, "আপনার কাছে এখন কয়েক দিন আছে। আমরা যুদ্ধে ফিরে আসব। আমরা একই পরিমাণ শক্তির আরও বেশি ব্যবহার করব।"

তিনি বলেন, "আমরা পুরো গাজা উপত্যকায় লড়াই করব।"

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে উল্লেখ করে গ্যালান্ট ইসরায়েলি সৈন্যদের বলেন, "মনে রাখবেন যে আপনি যখন আপনার দলকে সংগঠিত করছেন এবং বিশ্রাম নিচ্ছেন এবং তদন্ত করছেন, শত্রুরাও একই কাজ করছে।"

শুক্রবার থেকে শুরু হওয়া চারদিনের যুদ্ধবিরতির মেয়াদ আরও দুইদিন বাড়িয়েছে ইসরায়েল ও হামাস। সোমবার গভীর রাতে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি অতিরিক্ত দুই দিনের জন্য বাড়ানোর বিষয়ে চুক্তি ঘোষণা করে কাতার।

এমটিআই

Wordbridge School
Link copied!