• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ভারতের মহারাষ্ট্রে মৌসুমি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক অক্টোবর ৩, ২০১৬, ০৫:৪৭ পিএম
ভারতের মহারাষ্ট্রে মৌসুমি বৃষ্টিতে  ৯ জনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে মৌসুমি বৃষ্টিপাতে ৯ জন মারা গেছে। এদের মধ্যে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় মারা গেছে ৫ জন। আজ সোমবার (৩ অক্টোবর) মহারাষ্ট্রের মারাথবাদার বিভাগীয় কর্মকর্তারা জানান, রোববার অঞ্চলটির জালনা ও নান্দেদ জেলায় বজ্রপাতে ৪ জন মারা গেছে।

এদিকে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় মহারাষ্ট্রের বিদ ও লাতুর জেলায় অপর ৫ জন পানিতে ডুবে মারা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বিদ জেলার কোন কোন এলাকায় রোববার ১২ ঘন্টারও কম সময়ে ১শ’ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে।

এছাড়াও বিন্দুসারা ও মাঞ্জারাসহ অধিকাংশ নদীর পানি উপচে বীজতলা প্লাবিত হয়েছে। এতে অঞ্চলটির ৫ থেকে ৭ লাখ হেক্টর এলাকার ফসল নষ্ট হয়ে গেছে।

পাশাপাশি বন্যায় ক্ষেতের বহু শস্য ভেসে যাচ্ছে। এতে কৃষকদের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!