• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যে কারণে বিমানবালাদের চাকরিচ্যুত করার হুমকি


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ৭, ২০১৯, ০৬:৪৭ পিএম
যে কারণে বিমানবালাদের চাকরিচ্যুত করার হুমকি

ঢাকা: অতিরিক্ত ওজন না কমালে বিমানবালাদের চাকরিচ্যুত করার হমুকি দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)।

নতুন বছরের প্রথম দিনেই এ নির্দেশনা জারি করেছে পিআইএ।

বিমান সংস্থাটির ১৮০০ কেবিন ক্রুকে আগামী ছয় মাসের মধ্যে ওজন কমাতে বলা হয়েছে, তা না হলে চাকরি হারাতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে তাদের।

পিআইএ’র জেনারেল ম্যানেজার (ফ্লাইট সার্ভিসেস) আমির বশির স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কেবিন ক্রুদের প্রতি মাসে আড়াই কেজি করে ওজন কমাতে হবে। এভাবে ছয় মাসে ১৫ কেজি কমলে ফ্লাইট অ্যাটেনড্যান্টরা দায়িত্ব পালন করতে পারবেন।

উচ্চতা ও শারীরিক গড়ন অনুযায়ী কেবিন ক্রুদের জন্য ওজন চার্ট প্রকাশ করেছে পিআইএ। এখন থেকে সব কেবিন ক্রুর ওজন পরীক্ষা করে তথ্য রক্ষণাবেক্ষণ করা হবে। ওজন কমাতে তাদের নিয়ে যাওয়া হবে গ্রুমিং সেলে। সূত্র: ট্রাভেল নাইন

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!