জানা গেল মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৩:২৮ পিএম
জানা গেল মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ

ছবি : সংগৃহীত

ঢাকা: একই দিন অনুষ্ঠিত হবে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা। আগামী ১২ ডিসেম্বর একই প্রশ্নে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানান।

ডা. নাজমুল হোসেন ‘আমাদের সিদ্ধান্ত মোটামুটি চুড়ান্ত, এক দিনে, এক প্রশ্নে মেডিকেল এবং ডেন্টালের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এখন কিছু টেকনিক্যাল বিষয় আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।’

দেশে ৩৮টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম এখনও শুরু হয়নি। বেসরকারি ৬৭টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২৯৩টি।

পিএস

Link copied!