শিক্ষকদের বাড়িভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল অর্থ মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৬:৪০ পিএম
শিক্ষকদের বাড়িভাড়া ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিল অর্থ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

ঢাকা: এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের আর্থিক সক্ষমতা অনুসারে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, গত ৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত চিঠিতে মূল বেতনের শতকরা হারে বাড়িভাড়া নির্ধারণের অনুরোধ করা হয়েছিল। চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১০০০ থেকে ২০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়।

এর প্রেক্ষিতে অর্থ বিভাগ বাড়িভাড়া ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা নির্ধারণ করেছে। তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে শিক্ষা মন্ত্রণালয় পুনরায় ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণের প্রস্তাব পাঠিয়েছে।

এদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চালাচ্ছেন। তারা জানিয়েছেন, ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত কোনো ক্লাসে অংশগ্রহণ করবেন না।

গত সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। এ কারণে স্কুল-কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির বিষয়ে রুদ্ধদ্বার আলোচনা চলছে। ৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে প্রস্তাব পাঠায় যাতে বাড়িভাড়া অন্তত দুই থেকে তিন হাজার টাকা করা হয়।

এসএইচ

Link copied!