• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সতিকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেল ৪ সাংবাদিক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:২৪ পিএম
সতিকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেল ৪ সাংবাদিক

ঢাকা: চার সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়েছে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। রোববার সন্ধ্যায় কলেজের শহীদ বরকত মিলনায়তনের সামনে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান প্রদান করা হয়।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, ফিচার ক্যাটাগরিতে প্রথম- ‘তিতুমীর কলেজে ১৭ সংসারের ষোলো আনা চর্চা’ মোহাম্মদ রায়হান, তিতুমীর কলেজ প্রতিনিধি, দৈনিক নয়া শতাব্দী ( ইংরেজি চতুর্থ বর্ষ)। 

২য়- ‘কদমের সৌন্দর্যে স্নিগ্ধ তিতুমীরের ক্যাম্পাস’ মো. আজাদ হোসেন, তিতুমীর কলেজ প্রতিনিধি, বিডি২৪লাইভ.কম। (ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষ)।

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডে জুরি বোর্ডের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর ও সারাবাংলাডটনেট’র নিজস্ব প্রতিবেদক শামীম হোসেন শিশির।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!