• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্মচারিদের সাথে প্রতারণামূলক সংবাদের প্রতিবাদ ও নিন্দা


সংবাদ বিজ্ঞপ্তি মার্চ ২১, ২০২৩, ০৩:৪১ পিএম
কর্মচারিদের সাথে প্রতারণামূলক সংবাদের প্রতিবাদ ও নিন্দা

ঢাকা: সরকারি কর্মচারীদের সাথে প্রতারণামূলক সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ।

সংগঠনের সভাপতি ওয়ারেছ আলী বলেছেন, ‘সরকারি কর্মচারিদের ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ১১টি সংগঠন সংবাদ সম্মেলন, মানব বন্ধন, বিভাগীয় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি।’ 

‘আমরা প্রত্যাশা করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির বিষয় বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিবেচনা করবেন। ঠিক এই সময় কর্মচারিদের অফসিয়াল অভিভাবক জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের উদ্ধৃতি দিয়ে গত ১৯-০৩-২০২৩ তারিখ রবিবার নিউজ ২৪ এর প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই মূহুর্তে আর কোন পে-স্কেল না দিয়ে চিকিৎসাভাতা-১৫০০/-টাকার পরিবর্তে ২৫০০/-, শিক্ষাভাতা ৫০০/-টাকার পরিবর্তে ১০০০/-টাকা, টিফিন ভাতা ২০০/- টাকার পরিবর্তে ৪০০/- টাকা করার কথা বলেছেন।’ 

‘আমরা ৩ বছর যাবৎ ৯ম পে-স্কেলসহ ৭ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের সংগঠনের দাবিসমূহের গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ৩টি ভাতা বৃদ্ধির কথা বলেছেন যা দাবির সাথে প্রহসন। আমরা দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষে প্রজাতন্ত্রের কর্মচারিদের সাথে এ প্রতারণামূলক সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!