• ঢাকা
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক সাকিব


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২৩, ০৬:৩৩ পিএম
তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক সাকিব

ঢাকা: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমার বার্তার নিজস্ব প্রতিবেদক সাহেদুজ্জামান সাকিব।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টাবৃন্দ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মার্জিয়া আফরোজ মিলি গত পহেলা আগস্ট (মঙ্গলবার) ব্যক্তিগত ও পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়ে যায়। এমতাবস্থায় ২৪ আগস্ট (বৃহস্পতিবার) সাংবাদিক সমিতির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ সদস্যরা নতুন সাংগঠনিক সম্পাদক পদের জন্য সরাসরি ভোট প্রদান করেন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় সাহেদুজ্জামান সাকিবকে বাকি সেশনের জন্য সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হলো।’

সাহেদুজ্জামান সাকিব এর আগে জাতীয় দৈনিক পত্রিকা সংবাদ ও দৈনিক খোলা কাগজে কাজ করেছেন। বর্তমানে তিনি দৈনিক আমার বার্তা ও একটি স্বাস্থ্য বিষয়ক অনলাইনে কর্মরত আছেন। তিনি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!