• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামায়াতে নামাজ বন্ধের সিদ্ধান্ত শিগগিরই আসছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৬, ২০২০, ০৩:০০ পিএম
জামায়াতে নামাজ বন্ধের সিদ্ধান্ত শিগগিরই আসছে

ঢাকা: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আপাতত কয়েকদিন মসজিদে জামাতে নামাজ বন্ধের সিদ্ধান্ত আসতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছেন। 

সূত্রগুলো জানায়, সরকার চায় আলেম-ওলামা, ডাক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ সবাই এই বিষয়টিতে সম্মতি দিলেই কেবল এমন সিদ্ধান্তে যাওয়া যায়। গত কয়েক দিনের করোনা পরিস্থিতি এবং বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে অনেকেই বিষয়টি সরকারের দৃষ্টিতে আনছেন। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সময় এসছে। 

জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে উল্লিখিত বিভিন্ন পেশার কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি নিয়ে বিকেলের মধ্যে থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হতে পারে। ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ধরণের একটি চিন্তা-ভাবনা চলছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!