• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘প্লাজমা’ থেরাপি দিয়েও বাঁচানো গেল না করোনা রোগীকে


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০২০, ১০:৪৯ পিএম
‘প্লাজমা’ থেরাপি দিয়েও বাঁচানো গেল না করোনা রোগীকে

ঢাকা : করোনাভাইরাস আক্রান্ত এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে একদিন আগেই প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি নগরীর কাট্টরী এলাকার বাসিন্দা।

জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মারা যাওয়া ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ছিল। গত রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই ব্যক্তির শরীরে গতকাল শুক্রবার প্লাজমা দেওয়া হয়েছিল।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের চিকিৎসায় সুস্থ হওয়া ব্যক্তিদের দেহ থেকে রক্তরস বা প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আক্রান্ত ব্যক্তির দেহে এন্টিবডি তৈরি হয়ে তা সেরে ওঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!