• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রেলের আগাম টিকিট বিক্রি আবারো শুরু


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০১৬, ১১:০৯ এএম
রেলের আগাম টিকিট বিক্রি আবারো শুরু

একদিন বিরতি দিয়ে রোববার (২৬ জুন) থেকে আবারো শুরু হয়েছে রেলের আগাম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে টিকিট নিতে রাত থেকেই কমলাপুর রেলস্টেশনে ভিড় জমান টিকিট প্রত্যাশীরা। কাঙ্ক্ষিত টিকিট পেয়ে অনেককেই হাসিমুখে বাড়ি ফিরতে দেখা গেছে।

তবে অনেকে টিকিট ছাড়ার এক ঘণ্টা পর থেকেই এসি টিকিট না পাওয়ার অভিযোগ করেন। আজ দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট।

এছাড়া ৪ জুলাই থেকে দেয়া হবে ফিরতি টিকিট। ঈদ উপলক্ষে এবার রেলের সব রুটে প্রতিদিন প্রায় ৪৭ হাজার আগাম টিকিট দেয়া হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সরাসরি কেনার পাশাপাশি মোবাইল ও অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!