• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘কোভিডোত্তর টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’


নিউজ ডেস্ক ডিসেম্বর ৩, ২০২১, ১১:৫০ এএম
‘কোভিডোত্তর টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’

ঢাকা: সারা বিশ্বের মতো বাংলাদেশে শুক্রবার (৩ ডিসেম্বর) পালিত হচ্ছে ৩০তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস।

করোনা অতিমারী পরবর্তী টেকসই বিশ্ব গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব বিবেচনা করে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচেনা করে এ বছর দিবসটি অনাড়ম্বরভাবে পালিত হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন প্রতিষ্ঠানগুলো দেশব্যাপী এ দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করছে। 

দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কদ্বীপগুলো সজ্জিতকরণ এবং ভার্চুয়াল মাধ্যমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা পর্যায়ে এ দিবসটি পালন করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনাপত্র দেওয়া হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!